পিলখানা হত্যাকাণ্ড: ১৬ বছর পর ১৩ বিডিআর সদস্য কারামুক্ত

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর 
23 January 2025, 06:44 AM
UPDATED 23 January 2025, 12:51 PM

পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন।  

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, 'পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জামিন পাওয়া ১২৬ জনের মধ্যে ১৩ জন মুক্তি পেয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তারা কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে যান।' 

জেল সুপার বলেন, 'তাদের জন্য সকাল থেকেই কারা ফটকে অপেক্ষা করছিলেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হওয়ায় আনন্দে আত্মহারা ছিলেন সবাই।'

জেল সুপার আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, 'আজ সকালে ১৩ জন বিডিআর সদস্যের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে আসলে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।'

তিনি জানান, আজই দিনের বিভিন্ন সময়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বের হবেন ২৪ জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বের হবেন ৮৯ জন।