মানবতাবিরোধী অপরাধ: ডিএমপির সহকারী কমিশনার রাজন গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এসএমএসে রাজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিগগির তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।'

তবে কোথায় থেকে এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি।