সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

By স্টার অনলাইন রিপোর্ট
24 December 2025, 07:48 AM
UPDATED 24 December 2025, 14:01 PM

২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসেন, সাবেক এডিসি শাকিল মোহাম্মদ শামীম, মো. মাসুদুর রহমান মনির, নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, জাকির হোসেন, মো. ওয়াহিদুল হক মামুন, সাজ্জাদ উজ জামান ও মো. শাহাদাত আলী।

প্রসিকিউশনের মতে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তাইম নিহত হন। তার বাবা মো. মইনাল হোসেন ভূঁইয়া রাজারবাগ পুলিশ লাইনসের একজন সাব-ইন্সপেক্টর।

সেদিন তাইম তার এক বন্ধুর সাথে চা খেতে বেরিয়েছিল। যাত্রাবাড়ী এলাকায় তাকে গুলি করা হয়।  বাড়িতে তার মরদেহ ফেরে। ছেলের মরদেহ দেখে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বলেন, 'স্যার, আমার ছেলে মারা গেছে। তার বুকে গুলি লেগেছে। স্যার, আমার ছেলে আর নেই।' এরপর তিনি একটি প্রশ্ন করেন, 'স্যার, একজন মানুষকে হত্যা করতে কত গুলি লাগে?'