ট্রাইব্যুনালে বিজিবির ২ সাবেক কর্মকর্তা

By স্টার অনলাইন রিপোর্ট
24 November 2025, 05:39 AM

জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলামসহ দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সকাল পৌনে ১০টার দিকে, রেদোয়ানুল ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলমকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট সাব-জেল থেকে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা একটি শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

এই মামলার মোট আসামি চারজন। বাকি দুই আসামি হলেন, পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। তারা এখনো পলাতক।

সামরিক হেফাজতে থাকা রেদোয়ান এবং রাফাতকে এর আগে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।