ঘুমধুম সীমান্তে আটক ৫ মিয়ানমার নাগরিক কারাগারে

By নিজস্ব সংবাদদাতা, বান্দরবান
24 November 2025, 10:31 AM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক পাঁচ মিয়ানমার নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক ফাতেমা–তুজ–জোহরা এ আদেশ দেন।
বান্দরবান আদালত পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল রোববার ঘুমধুম ইউনিয়নের ৪২ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচজন মিয়ানমার নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, বিজিবির হস্তান্তরের পর ১৯৪৬ সালের বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইনের ১৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।