এই রায় কার্যকর হলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে: আবরারের মা

By নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
16 March 2025, 10:18 AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় করা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা রোকেয়া খাতুন।

আজ রোববার রায় ঘোষণার পর তিনি সন্তোষ প্রকাশ করেন।

রোকেয়া খাতুন বলেন, দলমত নির্বিশেষে সবাই আমার ছেলের হত্যার বিচার চেয়েছে। এটা সব মানুষের চাওয়া ছিল। এজন্য আমি নিশ্চিত ছিলাম যে ভালো বিচার পাব।

'এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। এটা একটা শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনা। রায় কার্যকর হলে তা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে', বলেন তিনি।

আবরার ফাহাদের মা আরও বলেন, সন্তানেরা শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করতে যাক, লেখাপড়া করুক। সরকারি-বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই রাজনীতির দরকার নেই।

এর আগে আজ দুপুরে আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন সাজা বহাল রাখেন।