সাকিবের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ পেলে মামলা হতে পারে: দুদক চেয়ারম্যান

By স্টার অনলাইন রিপোর্ট
6 April 2025, 10:16 AM
UPDATED 6 April 2025, 18:00 PM

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক সংসদ সদস্য ও এক সময়ের বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

সাকিব দুদকের শুভেচ্ছাদূত হিসেবে কাজ চালিয়ে যাবেন কিনা, জানতে চাইলে ড. মোমেন বলেন, 'কমিশন বর্তমানে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা করা হতে পারে।'

এর আগে, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন সাকিবকে দুর্নীতির বিষয়ে সচেতনতা বাড়াতে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।