আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ জনের সবাই বোলার

By স্পোর্টস ডেস্ক
9 December 2025, 05:10 AM

আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। সেজন্য স্থানীয় ও বিদেশি মিলিয়ে ৩৫০ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত বোলার। তাদের মধ্যে কেবল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের আসরকে সামনে রেখে মিনি নিলামের জন্য মোট ১৩৯০ খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই করে তাদের মধ্যে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। সেখানে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার ও বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে সর্বোচ্চ ৭৭ খেলোয়াড় দল পাবেন। এদের সর্বোচ্চ ৩১ জন হতে পারবেন ভারতের বাইরের।

৩০ বছর বয়সী মোস্তাফিজ আছেন নিলামের সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আছেন মোট ৪০ ক্রিকেটার। আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৬০টি ম্যাচ। ২৮.৪৪ গড় ও ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট।

৭৫ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের পাঁচজন। তারা হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং তিন ডানহাতি পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ঠাঁই পেয়েছেন ৩০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তার নাম থাকাটা নিঃসন্দেহে চমক জাগানিয়া। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলের সদস্য তিনি। এখনও মূল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। লাল-সবুজ জার্সিতে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য তিনি মাঠে নেমেছেন। তবে সেগুলো ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে, যেখানে জাতীয় দল অংশ নেয়নি।

গত মৌসুমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন মোস্তাফিজ। ৩ ম্যাচে শিকার করেছিলেন ৪ উইকেট। বদলি খেলোয়াড় ধরে রাখার সুযোগ না থাকায় এবার তাকে উঠতে হচ্ছে নিলামে। দিল্লির আগে তিনি প্রতিনিধিত্ব করেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসে। ২০১৬ সালের আসরে হায়দরাবাদের জার্সিতে জিতেছিলেন শিরোপা।

এখন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলতে থাকা মোস্তাফিজের নাম আছে ফাস্ট বোলারদের দ্বিতীয় সেটে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ আছেন স্পিন বোলারদের দ্বিতীয় সেটে।

বাকিদের শুধু দল পাওয়া না, নিলামে নাম ওঠার সম্ভাবনাও ক্ষীণ। ফাস্ট বোলারদের তৃতীয় সেটে তাসকিন, চতুর্থ সেটে তানজিম ও নাহিদ এবং পঞ্চম সেটে শরিফুল আছেন। আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে রয়েছেন রকিবুল। আর প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।