আইপিএলে নিলামে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়লেন গ্রিন
এবার আইপিএলের মিনি নিলামে ক্যামেরন গ্রিনকে নিয়েই টানাটানির আভাস ছিলো, হলোও তাই। অজি অলরাউন্ডার রীতিমতো রেকর্ড গড়েছেন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলে নিলামে সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড।
গ্রিন ভেঙেছেন তার স্বদেশী মিচেল স্টার্কের রেকর্ড। ২০২৪ সালের নিলামে তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপি নিয়ে কিনে সেই রেকর্ডও গড়েছিল কলকাতা।
গ্রিন হলেন তৃতীয় অস্ট্রেলিয়ান, যিনি ২০ কোটি রুপির বেশি দামে বিক্রি হলেন—এর আগে ২০২৪ সালে স্টার্ক ও প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লাখ রুপি) এই কীর্তি গড়েছিলেন। তবে গ্রিন আইপিএলে সর্বোচ্চ নির্ধারিত পারিশ্রমিক হিসেবে পাবেন ১৮ কোটি রুপি—বাকি অংশ (তার ক্ষেত্রে ৭ কোটি ২০ লাখ রুপি) যাবে বিসিসিআইয়ের তহবিলে।
আগের দুই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯টি আইপিএল ম্যাচে গ্রিন করেছেন ৭০৭ রান, স্ট্রাইক রেট ১৫৩.৬৯।
নিলামের শুরুতেই অলরাউন্ডারদের চাহিদা নানা নাটকীয় মোড় নেয়। লিয়াম লিভিংস্টোনের জন্য কোনো দল আগ্রহ দেখায়নি, তবে ভেঙ্কটেশ আইয়ারকে ঘিরে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)'র মধ্যে আবারও দর-কষাকষির লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা কেকেআরকে পেছনে ফেলে ৭ কোটি রুপিতে অলরাউন্ডার আইয়ারকে দলে টেনে নেয়।