আইপিএলের নিলামে আনকোরা প্রশান্ত ও কার্তিকের রেকর্ড
দুজনেরই ভিত্তিমূল্য ছিলো স্রেফ ৩০ লাখ রুপি। সেখান থেকে একাধিক দলের আগ্রহে নিলামে মূল্য হলো চড়া। সেটা গিয়ে থামল যেখানে তাতে হয়ে গেলো রেকর্ড। আইপিএলের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা তারকাদের মধ্যে সর্বোচ্চ মূল্য পাওয়ার রেকর্ড গড়েছেন প্রশান্ত বীর ও কার্তিক শর্মা।
প্রশান্ত ও কার্তিক দুজনকেই ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আগের রেকর্ড ছিলো পেসার আবেশ খানের। ২০২২ সালে ১০ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।
অলরাউন্ডার কোটায় নিলামে উঠেন উত্তর প্রদেশের ২০ পেরুনো স্পিন অলরাউন্ডার প্রশান্ত। তাকে পেতে শুরুতে আগ্রহ দেখায় লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়াস। এরপর যুদ্ধ নামে সানরাজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।
রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়ায় একজন স্পিনিং অলরাউন্ডার দরকার ছিলো চেন্নাইর, তীব্র লড়াই চালিয়ে তাই তারা দলে পেয়ে যায় প্রশান্তকে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এবার আলো কেড়ে নিলামে এমন দাম পেলেন প্রশান্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে পা না রাখা কিপার ব্যাটারদের মধ্যে ছিলেন কার্তিক। রাজস্থানের এই ছেলে ছক্কা মারার জন্য ইতোমধ্যে নাম কুড়িয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৬০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। ১৯ পেরুনো তরুণকেও দলে নিতে সানরাইজার্সের সঙ্গে লড়াইয়ে জেতে চেন্নাই। এছাড়া জম্বু ও কাশ্মিরের পেস অলরাউন্ডার আউকিব নবি দারকে ৮ কোটি ৪০ লাখ টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।