রাজবাড়ীতে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
16 June 2025, 06:20 AM

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। ঘটনার রাতেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৪ ও ১৫ বছর বয়সী ভুক্তভোগী দুইজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রোববার সকাল ১১টার দিকে তারা পাংশার কসবামাজাইল ইউনিয়নের বনগ্রাম এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় হাসমত আলী ও শিহাব মণ্ডল তাদের পথরোধ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দুজনকে জোর করে পাশের একটি পানের বরজে নিয়ে যায়। সেখানে তাদের আলাদা আলাদা স্থানে ধর্ষণ করা হয়। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয় ভুক্তভোগীদের।

পরে ওই রাতেই ভুক্তভোগীদের পরিবার পাংশা মডেল থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় কসবামাজাইল ইউনিয়নের বাসিন্দা অভিযুক্ত হাসমত আলী ও শিহাব মণ্ডলের নাম উল্লেখ করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত দেড়টার দিকে পুলিশি অভিযানে শিহাব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। তার পোশাকেও ফরেনসিক আলামত পাওয়া গেছে।

ওসি আরও জানান, অপর অভিযুক্ত হাসমত আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।