চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
20 August 2025, 14:49 PM

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।

আজ বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, মনিরুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, তিনি মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে বন্দরে আসছিলেন। সে সময় চট্টগ্রাম জেলা পুলিশের একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) তোফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'চুনতি চেকপোস্টে কক্সবাজার থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।'

'মনিরুল তার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। পরে আমরা বিষয়টি সিএমপিকে জানাই। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে,' যোগ করেন তিনি।