বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার, দুজনের শরীরে আঘাতের চিহ্ন

By স্টার অনলাইন রিপোর্ট
23 August 2025, 18:15 PM
UPDATED 24 August 2025, 01:25 AM

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বুড়িগঙ্গার পৃথক স্থানে মরদেহগুলো ভাসতে দেখা যায়।

নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন দুপুর সাড়ে ১২টায় সদরঘাট নৌ থানাধীন মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে চার বছর বয়সী এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। এরপর অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিঞ্জিরার কাছে বরিশুর এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া যায়।

'আমরা অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানিয়েছি, তারা প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তে কাজ করছে,' বলেন মামুন।

সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীর আঙুলের ছাপ মুছে গেছে। আমরা বিকল্প উপায়ে ওই নারী ও শিশুর পরিচয় জানার চেষ্টা করছি।'

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, 'অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের হাত বাঁধা ছিল। তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'