ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান এবার সিসা বার পরিচালনার অভিযোগে গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
6 September 2025, 12:24 PM

অনুমোদন ছাড়াই রাজধানীর বারিধারা এলাকায় সিসা বার পরিচালনার অভিযোগে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে গুলশান থানার উপপরিদর্শক আঞ্জুমান আরা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত ভোররাতে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাসায় 'নেক্সাস ক্যাফে প্যালেস' থেকে তাদের আটক করে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তার বাকিরা হলেন—মো. রাকিবুল ইসলাম রাফি (২৫), মো. সাদিকুল ইসলাম সুমন (৩৯), মো. তৌফিকুল ইসলাম (২৫), মো. রিফাত হাসান (২৫), মো. রবিউল হাসান (২৫), মিনহাজুর রহমান তাজবীর (২১), মো. মেহেদী হাসান (২৬) ও মো. সাইমুম ইসলাম (২৫)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার সহকারী মহাপরিদর্শক মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ওই বাসায় অবৈধ মাদকদ্রব্য সিসা বিক্রি হচ্ছে।

রাত ৩টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করেন। সে সময় সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে অবৈধ মাদক, সিসা স্ট্যান্ড, ৪৮ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে, জানান তালেবুর রহমান।