কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিতে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি গত বছরের জুলাই অভুত্থানের সময় কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে পালিয়েছিলেন।
আজ শুক্রবার এন্টি টেররিজম ইউনিটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসাসিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট। গ্রেপ্তার আসামির নাম সাকিব ওরফে বাবু।
বাবু ও তার সহযোগীরা ২০২০ সালের ২৫ জুন যোগসাজসে জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাকিল মাদবরকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। কিন্তু মুক্তিপণ না পাওয়ায় বাবু ও তার সহযোগীরা শাকিল মাদবরকে হত্যা করে মরদেহ নির্মাণাধীন রেলসেতুর পাশে পুতে রাখেন।
ওই ঘটনায় তাদের বিরুদ্ধে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। পরে আদালত বিচারকার্য সমাপ্তির পর গ্রেপ্তার আসামি বাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তিনি ওই মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি বাবু গত বছরের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান। ওই ঘটনায় কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় মামলা করেণ।
গ্রেপ্তার বাবুকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।