চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
14 November 2025, 05:29 AM
UPDATED 14 November 2025, 15:34 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আবদুল মান্নান (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, মান্নান জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতিতে জড়িত।

বেলায়েত হোসেন বলেন, 'মান্নান সৌদি প্রবাসী ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দেশে ফিরেছেন। গত রাতে তিনি সস্ত্রীক এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সড়কের পাশে স্থানীয় বাসিন্দারা তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।'

'তাকে শটগান দিয়ে বুকে ও কপালের বাম পাশে তিনটি গুলি করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি,' বলেন তিনি।