দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার রাতে দেশটির জিম্বাবুয়ে সীমান্ত লাগোয়া লিমপোপো শহরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোরাইল গ্রামের আমিনুল ইসলাম সিদ্দিক (৪৫) বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে তার পরিবার।
পরিবারের সূত্রে জানা যায়, আমিনুল প্রায় ১৫ বছর আগে জীবিকার উন্নতির জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
তিনি জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিমপোপো শহরে 'আকাশ সুপারশপ' নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করতেন।
শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে খুব কাছ থেকে মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।
আমিনুল এক ছেলে ও দুই মেয়েসহ স্ত্রীকে রেখে গেছেন।
নিহতের চাচাতো ভাই মিল্টন সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে এক সপ্তাহের মধ্যেই আমিনুলের মরদেহ বাংলাদেশে আনা হবে।'
যোগাযোগ করা হলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে এখনো পুলিশ কোনো তথ্য পায়নি।'