ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
14 November 2025, 06:42 AM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে আবদুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন—ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকার বাসিন্দা মো. ওসমান (২৭) ও মো. আফাজ উদ্দিন (৩১)।

এজাহার অনুসারে, একই এলাকার ইলেকট্রিশিয়ান মাসুদকে তার পরিবারের সদস্যরা বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নূর আহমদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই মাসুদের ভাই আবদুল্লাহ আল রাশেদ ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসমান ও আফাজ ওই মামলার আসামি। এছাড়া, মামলায় অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ওসমান বুধবার রাতে মাসুদকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। পাশের একটি বাড়ির ছাদে কয়েকজন মিলে তাকে লোহার রড, বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করেন। পরে তারাই মাসুদকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যান, উল্লেখ করা হয়েছে এজাহারে।

'বাকি আসামিদের ধরতে অভিযান চলছে,' বলেন নূর আহমদ।