আগামীকাল ট্রাইব্যুনালে যে রায়ই হোক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল
16 November 2025, 11:18 AM

আগামীকাল ট্রাইব্যুনালে যে রায়ই হোক, তা কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে তিনি শনিবার কুয়াকাটা ও রোববার দুপুর ১২টায় পটুয়াখালীতে সার্কিট হাউসে বক্তব্য দেন।

দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।'

আইন শৃঙ্খলা পরিস্থিতি 'ভালোও না খারাপও না' মন্তব্য করে 'পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক' বলে দাবি করেন তিনি।