শেখ হাসিনার মামলার রায়: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

By স্টার অনলাইন রিপোর্ট
17 November 2025, 03:47 AM
UPDATED 17 November 2025, 13:10 PM

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি-১) আনা হয়েছে।

পুলিশের পাহারায় আজ সকাল ৯টা ৫ মিনিটের দিকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তিনি এই মামলায় আটক থাকা একমাত্র আসামি, যিনি পরে রাজসাক্ষী হন।

জানা গেছে, এই মামলায় তাকে আজ ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আজ এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।