বাউল-ফকিরদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত সমাবেশ পণ্ডের অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
26 November 2025, 16:41 PM

সারাদেশে বাউল-ফকিরদের ওপর ক্রমাগত হামলা ও মাজার ভাঙার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত 'স্বজন সমাবেশ' বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি গোষ্ঠীর বিরুদ্ধে।

আজ বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানের আয়োজন করেছিল ফরিদপুরের সংগঠন 'বাংলার প্রান্তিক বাউল শিল্পীগোষ্ঠী'।

আয়োজকরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে স্বজন সমাবেশ শুরু হলে উদীচী জেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, খেলাঘর জেলা শাখার সভাপতি আলতাফ মাহমুদ, বাউল শিল্পী বাবুল খান, নিজামউদ্দিন সাইঁ, শফিকুল ইসলাম বক্তব্য দেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক ও দোকানদাররা জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কয়েকজন লোক ঘটনাস্থলে এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে তাদের বাদানুবাদ হয়।

বাউল শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অরুণ শীল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগত ব্যক্তিরা বলেন, আবুল সরকারকে নিয়ে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের তর্ক-বিতর্ক হয়।'

'এক পর্যায়ে তারা মাইক কেড়ে নেয়। আমরা বাধ্য হয়ে মাঝপথে আমাদের কর্মসূচি বন্ধ করে দেই,' বলেন তিনি।

এ প্রসঙ্গে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান সাংবাদিকদের বলেন, 'সে সময় অন্য একটি কাজে বাইরে ছিলাম। বাউলদের অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার বিষয়টি জানা নেই।'