কানাডায় ভিসা-চাকরির প্রলোভনে ২ যুবকের ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
29 November 2025, 13:07 PM

কানাডায় ভিসা ও চাকরির প্রলোভন দেখিয়ে যশোরের দুই যুবকের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ঝিকরগাছা থানা পুলিশকে লিখিত অভিযোগ দিয়েছেন দুই ভুক্তভোগী।

তারা হলেন—ঝিকরগাছা উপজেলার কালিয়ানি গ্রামের আলসাবা রাতুল (৩২) এবং একই গ্রামের শাকিল হোসেন (৩৪)।

একই গ্রামের নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগমের বিরুদ্ধে ওই দুজনের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী দ্য ডেইলি স্টারকে অভিযোগের তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী রাতুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বছর মার্চে আলতাফ প্রথমে আমাকে নেপালে নিয়ে যায়। সেখানে কানাডার দূতাবাসের একটি ভুয়া অফিসে আমাকে নিয়ে সাক্ষাৎকার ও কিছু কাগজপত্র নেয় এবং এক সপ্তাহ পর বাংলাদেশে পাঠিয়ে দেয়।'

দ্বিতীয় দফায় আবার তাকে নেপালে নিয়ে দুই মাস একটি হোটেলে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন রাতুল।

তিনি বলেন, 'কানাডায় ভিসা-চাকরির জন্য জনপ্রতি ১৯ লাখ টাকার চুক্তি হয়েছিল। কিন্তু নেপালে হোটেলে আটকে রেখে আমার পরিবারের কাছ থেকে আরও ১ লাখ টাকা আদায় করে নেয় আলতাফ। পরে আমার হাতে পাসপোর্ট দিয়ে কুয়েতে পালিয়ে যান আলতাফ।'

রাতুলের অভিযোগ, পাসপোর্ট হাতে নিয়ে তিনি দেখেন তাতে কোনো সিল নেই। দেশে ফিরে অনলাইনে চেক করে নিশ্চিত হন এটি ভুয়া এবং নেপালে দেখানো কানাডার দূতাবাসের অফিসটিও ভুয়া।

রাতুলের বাবা আবু সায়েম ডেইলি স্টারকে বলেন, '১৯ লাখ টাকা জোগাড় করতে জমি বন্ধক রেখে সুদে টাকা নেই। কিছু টাকা ইসলামী ব্যাংকে আলতাফের অ্যাকাউন্টে পাঠাই এবং বাকিটা নগদ দেই।'

আরেক ভুক্তভোগী শাকিলের বাবা হাবিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আলতাফ আমার আপন চাচাতো ভাই। তার কথা বিশ্বাস করে দোকান, জমি, গরু সব বিক্রি করে ৭ দফায় ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ১৯ লাখ টাকা দেই।'

এ ব্যাপারে অভিযুক্ত নাসির উদ্দিন আলতাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি মধ্যস্থতাকারী ছিলাম। প্রায় ২০ লাখ টাকা লেনদেন হয়েছে, কিছু বিষয় আমরা মিটিয়েও নিয়েছি। এখন তারা নানা কথা বলছে।'

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, 'অভিযোগ পাওয়ার পর কানাডার ভুয়া ভিসা প্রতারণা চক্রের বিষয়ে তদন্ত চলছে।'