চট্টগ্রামে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুতে মামলা

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
10 December 2025, 12:12 PM

চট্টগ্রামের ডিসি হিল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অন্তঃসত্ত্বা একটি পথ কুকুর মারা যাওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার প্রাণিকল্যাণ কর্মী তোফায়েল আহমেদ চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে এ মামলা করেন।

আদালত অভিযোগ গ্রহণ করে কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে ডিসি হিলের প্রধান ফটক দিয়ে একটি পিকআপ বের হওয়ার সময় গেটের সামনে কুকুরটি বসে ছিল।

উপস্থিত নিরাপত্তারক্ষী কুকুরটিকে সরানোর কোনো উদ্যোগ নেননি, আর পিকআপ-চালককেও থামার সংকেত দেননি।

ফলে গাড়িটি সরাসরি কুকুরটির ওপর উঠে যায়। ঘটনাস্থলেই প্রাণীটি মারা যায়। পরে পিকআপচালক দ্রুত সেখান থেকে চলে যান এবং নিরাপত্তারক্ষীও কোনো ব্যবস্থা নেননি।

অভিযোগে পিকআপচালক ও নিরাপত্তারক্ষীকে আসামি করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

বাদীপক্ষের আইনজীবী নাজনীন জেনি জানান, আদালত পুলিশকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। 

তিনি আরও বলেন, আদালতে অগ্রগতি প্রতিবেদনও দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলাটি সড়ক পরিবহন আইন এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় করা হয়েছে, যা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও হত্যার অভিযোগের সঙ্গে সম্পর্কিত।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। 

ভিডিওতে দেখা যায়, ফটকের সামনে শান্তভাবে বসে থাকা কুকুরটিকে পিকআপ ভ্যান ধাক্কা দিলে সেটি মারা যায়।

ডিসি হিল এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন হওয়ায় ঘটনাটি আরও আলোচনায় আসে।