সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

By নিজস্ব সংবাদদাতা, জামালপুর
11 December 2025, 12:02 PM

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার (৩৫) কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বর্তমানে র‌্যাব-২ এ কর্মরত।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, 'নিহতের মেয়ের ভাষ্যমতে, চোরদের চিনে ফেলায় পরিস্থিতি বেগতিক দেখে তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'

নিহতের মেয়ে মিথি জানায়, সে ও তার মা বাসায় ঘুমিয়ে ছিলেন। তার দুই ভাই মামার বাড়িতে ছিল। ঘুম ভাঙার পর লিপি আক্তার চোরদের চিনে ফেললে তারা তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে মামাকে ফোন দিলে তারা এসে লিপিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে লিপি আক্তার ওই এলাকায় শ্রম কল্যাণ কেন্দ্রসংলগ্ন বাসাটিতে থাকতেন। নিরিবিলি হওয়ায় আগেও সেখানে দুইবার চুরির ঘটনা ঘটে।