শান্তিনগর ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, পথচারী আহত

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2025, 12:51 PM

রাজধানীর শান্তিনগর-মৌচাক এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমার আঘাতে এক পথচারী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে শান্তিনগর ক্রসিংয়ের পূর্ব সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, মৌচাক ও শান্তিনগরের মাঝামাঝি এলাকায় ফ্লাইওভার থেকে কমপক্ষে ৩টি বোমা ছোড়া হয়েছে। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'ককটেল বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।'

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান ডেইলি স্টারকে বলেন, 'দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। একটি রমনা থানার আওতাধীন এবং অন্যটি শাহজাহানপুর থানার আওতাধীন।'