কিশোরগঞ্জে রেললাইনের পাশ থেকে গুলিসহ রিভলভার উদ্ধার

By সংবাদদাতা, কিশোরগঞ্জ
22 December 2025, 16:25 PM

কিশোরগঞ্জে রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরানথানা ধোপাবাড়ি এলাকায় রেললাইন সংলগ্ন একটি মেহগনি গাছের নিচ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল অভিযানটি চালায়। রেললাইনের পাশে গাছের নিচে পলিথিনে মোড়ানো দুই রাউন্ড গুলিভর্তি অবস্থায় রিভলভারটি পাওয়া যায়।