ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা: আরও ১১ জন গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
23 December 2025, 10:35 AM
UPDATED 23 December 2025, 16:46 PM

রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হলো।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম, মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।

ডিবি সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দুটি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।