স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদের নির্বাচনী প্রচারণায় আ. লীগের বাধার অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, পাবনা
19 December 2023, 15:12 PM

পাবনা-১ আসনে (সাঁথিয়া-বেড়া) স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার অধ্যাপক আবু সাঈদ সাঁথিয়া উপজেলায় নির্বাচনী প্রচারণায় গেলে, তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে তিনি অভিযোগ করেছেন। এ সময় তার সঙ্গে বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেনও অবরুদ্ধ হয়ে পড়েন। 

স্থানীয় সূত্র জানায়, দুপুরে নির্বাচনী প্রচারণায় সাঁথিয়া যাচ্ছিলেন আবু সাঈদ। পথে বোয়াইলমারী বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে। 

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে স্লোগান দেয়। 

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করে।'

সূত্র আরও জানায়, মঙ্গলবার সাঁথিয়ায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শামছুল হক টুকুর কর্মসূচি ছিল। 

উভয় কর্মসূচির কারণে ওই এলাকায় বেশ কয়েকঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে।