স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করলে ‘সমান বানিয়ে ফেলব’ হুমকি দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

By নিজস্ব সংবাদদাতা, নরসিংদী 
20 December 2023, 14:10 PM

নরসিংদীর মনোহরদীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলে মেরে 'সমান বানিয়ে' ফেলার হুমকি দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

পরে এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষে মামলা করা হলে মনোহরদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে ওই ছাত্রলীগ নেতাকে।

গ্রেপ্তার নাদিম মাহমুদ উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে উপজেলার কোচেরচর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পক্ষে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নৌকার পক্ষে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে নাদিম মাহমুদ বলেন, 'আমাদের ভেতর থেকে যদি কেউ বীরুর (স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু) নির্বাচন করেন তাহলে একদম সমান বানিয়ে ফেলব। কারও অস্তিত্ব থাকবে না।'

এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, এমন বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

জানতে চাইলে মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাসিবা খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাদিম মাহমুদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' 

ওসি আবুল কাশেম ভূইয়া বলেন, 'তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।'