নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

By স্টার অনলাইন রিপোর্ট
22 December 2023, 13:28 PM
UPDATED 23 December 2023, 06:29 AM

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না।

আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করারও ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত ভোটের এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ এবং ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে এই নির্দেশ প্রার্থী, আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এটি জাতীয় মহাসড়কের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না।