জয়ী হলে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি খায়েরের

By স্টার অনলাইন রিপোর্ট
12 June 2023, 05:16 AM
UPDATED 12 June 2023, 12:12 PM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ও ভাতিজা সাদিক আবদুল্লাহ ভোট দেবেন কি না, সে বিষয়ে আজ সোমবারও কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

আজ সকাল সাড়ে ১০টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ ও তার ছেলে বর্তমান মেয়র সাদিকও শহরের বাইরে রয়েছেন এবং আজ পর্যন্ত ভোটের কোনো কার্যক্রমে তাদের দেখা যায়নি।  জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধুকেও ভোটের কার্যক্রমের বাইরে রেখেছেন খায়ের ও তার সমর্থকরা।

আবুল খায়ের আবদুল্লাহ বলেন, 'ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এভাবে নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি জয়ী হলে নাগরিক অধিকার ফিরিয়ে দেবো।'

অনিয়মের বিষয়ে জানতে চাইলে খায়ের দাবি করেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 'আমি আমার সমর্থকদের বলেছি কোনো ধরনের অনিয়মে না জড়াতে। কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেব।'

'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আমার আস্থা আছে যে, কোনো সমস্যা তৈরি হলে তারা সমাধান করবে', যোগ করেন তিনি।