৩ আসনে আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

By স্টার অনলাইন রিপোর্ট
18 November 2023, 12:11 PM
UPDATED 18 November 2023, 19:04 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান।

আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিবের পক্ষে তার ব্যক্তিগত সহকারী ফরমগুলো সংগ্রহ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সব সংস্করণের অধিনায়ক সাকিব মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির জন্য গঠিত কমিটির একজন সদস্য সাবেক ছাত্রলীগ নেতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে জানান, ঢাকা–১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব।

এ ছাড়া, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে সাকিবের মনোনয়ন ফরম সংগ্রহের কাগজপত্র ডেইলি স্টারের হাতে এসেছে।