প্রার্থীর আচরণবিধির প্রজ্ঞাপন জারি, লঙ্ঘনে জরিমানা ১ লাখ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট
11 December 2025, 16:02 PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার রাতে সংশোধিত এ বিধিমালা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণবিধি-২০২৫ এ সংশোধন এনেছে নির্বাচন কমিশন।  

সংশোধিত গেজেট অনুযায়ী, প্রতি সংসদীয় আসনের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি বা পুরো নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না।

কোনো প্রার্থী জনসভা করতে চাইলে তার ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

ওই স্থানে চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

এরআগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বিধান ছিলো। ইসি একে দেড় লাখ টাকা করার প্রস্তাব দেয়।

আজ প্রকাশিত নতুন সংশোধিত গেজেটে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একইসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না।