ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

By স্টার অনলাইন রিপোর্ট
14 August 2022, 06:10 AM

৪ দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

আজ রোববার সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের এটাই প্রথম অফিসিয়াল সফর।

সফরকালে ব্যাচেলেট প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, জাতিসংঘের কর্মকর্তা, সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনারে অংশ নেবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।