মাহবুব তালুকদারের মরদেহ হিমঘরে, দাফনের ইচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানে

By স্টার অনলাইন রিপোর্ট
24 August 2022, 17:38 PM
UPDATED 25 August 2022, 00:02 AM

সাবেক নির্বাচন কমিশনার ও লেখক মাহবুব তালুকদারের মরদেহ বারডেম জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে তার ২ সন্তান ফিরলে জানাজা ও দাফন করা হবে।

মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরিন মাহবুব বুধবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আইরিন মাহবুব বলেন, 'বাবার মরদেহ বারডেম জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমার ২ ভাইবোনের একজন কানাডায় এবং একজন যুক্তরাষ্ট্রে থাকে। তারা আগামী ২-৩ দিনের মধ্যে আসবে বলে ধারণা করছি। এরপর বাবার জানাজা ও দাফন করা হবে।'

তিনি আরও বলেন, 'বাবা ক্যান্সারে আক্রান্ত থাকায় তার একটা প্রস্তুতি ছিল। বাবার খুবই ইচ্ছা ছিল, তাকে যেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আমরাও চাই বাবার ইচ্ছে অনুযায়ী সেখানেই তাকে দাফন করা হোক। কিন্তু সেটার জন্য নিশ্চয়ই সরকার বা সিটি করপোরেশনের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমি এখনো জানি না। জানার চেষ্টা করে বাবাকে সেখানে দাফনের আবেদন করব। বাবার দাফন যেন সেখানেই হয়, সেটাই চাই আমরা। নিশ্চয়ই আমরা মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পাব।'

'সবাই আমার বাবার জন্য দোয়া করবেন', যোগ করেন তিনি।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দেড়টায় মারা যান মাহবুব তালুকদার।