মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ সর্বোচ্চ ১০০ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট
6 September 2022, 06:54 AM
UPDATED 6 September 2022, 13:11 PM

দেশের প্রথম মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার উত্তরায় মেট্রোরেলের ডিপোয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রতি কিলোমিটার ৫ টাকা হিসাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, 'যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনামূল্যে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। যেসব যাত্রী সাপ্তাহিক, মাসিক, পারিবারিক কার্ড ব্যবহার করবেন, তাদের বিশেষ ছাড় দেওয়া হবে।'

'শিক্ষার্থীদের কাছ থেকে কত ভাড়া নেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি' বলে যোগ করেন তিনি।