বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ঠেকাতে পুলিশের অভিযান
পুলিশকে সন্দেভাজনদের ব্যাগ তল্লাশি করতেও দেখা গেছে। ছবি: স্টার
বিনা টিকিটে কেউ যাতে ট্রেনে ভ্রমণ করতে না পারে সেজন্য অভিযান পরিচালনা করছে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
আজ শনিবার সকালে থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশকে সন্দেভাজনদের ব্যাগ তল্লাশি করতেও দেখা গেছে।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ (এসআই) শাহিদুর রহমান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নিয়মিক অভিযানের অংশ হিসেবে এটা করা হচ্ছে।'
এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই মঞ্জরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
