আদর্শকে স্টল বরাদ্দের আদেশ বাতিল চেয়ে আবেদন, শুনানি বুধবার

By স্টার অনলাইন রিপোর্ট
13 February 2023, 14:52 PM
UPDATED 13 February 2023, 20:57 PM

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে শর্ত সাপেক্ষে স্টল বরাদ্দ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে বাংলা একাডেমি।

অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল রোববার আপিল বিভাগে আবেদনটি জমা দিয়ে বলেন, স্টল বরাদ্দের পর বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ায় এখন বইমেলায় স্টল পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই।

এর আগে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে স্থগিতাদেশের আবেদন করেন আইনজীবী।

সংক্ষিপ্ত শুনানি শেষে চেম্বার বিচারপতি বাংলা একাডেমির আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। আগামী বুধবার এই শুনানি হবে।

আদর্শ প্রকাশনীর করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বাংলা একাডেমিকে অবিলম্বে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দেন।

আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে বাংলা একাডেমি ও সরকারকে রুলের জবাব দিতে বলেন আদালত।

সেইসঙ্গে বাংলা একাডেমির আপত্তি থাকা তিনটি বই মেলায় বিক্রি বা প্রদর্শন না করতে আদর্শ প্রকাশনীকে নির্দেশ দেন।

বই তিনটি হলো ফাহাম আবদুস সালামের লেখা 'বাঙালির মিডিওক্রিটির সন্ধানে'; জিয়া হাসানের 'উন্নয়ন বিভ্রম' এবং ফয়েজ আহমদ তৈয়্যবের 'অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা'।