কেরানীগঞ্জে ফ্ল্যাট পাবেন মোহাম্মদপুরের বিহারিরা: প্রতিমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
20 June 2023, 12:32 PM

ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত বিহারিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরানীগঞ্জে ৫ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আজ জাতীয় সংসদে দেওয়া ভাষণে এই কথা জানান তিনি।

আওয়ামী লীগের সংসদ সদস্য শাহে আলমের প্রশ্নের জবাবে শরীফ আহমেদ আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।