চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ

By স্টার অনলাইন রিপোর্ট
27 June 2023, 04:58 AM

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ব্রেন স্ট্রোক করে গত ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশাররফ। এভারকেয়ারের হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তিনি আজ সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নেবেন।