ঢাকায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না: তাপস

By স্টার অনলাইন রিপোর্ট
2 August 2023, 06:20 AM
UPDATED 2 August 2023, 13:25 PM

ঢাকার রাস্তায় অনিবন্ধিত, অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার ধানমন্ডি এলাকায় একটি রিকশা স্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে অনিবন্ধিত ও অবৈধ রিকশা চলতে দেওয়া হবে না। নগর কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

তাপস বলেন, অনিবন্ধিত অতিরিক্ত রিকশা রাস্তার গতি কমিয়ে দিচ্ছে। সিটি করপোরেশন নির্দিষ্ট সংখ্যক রিকশার অনুমোদন দিলেও অনেকে অবৈধভাবে নামাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।