হজ নিবন্ধন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

By স্টার অনলাইন রিপোর্ট
2 February 2024, 12:48 PM

সরকারি ও বেসরকারিভাবে হজ নিবন্ধনের সময় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

নিবন্ধনের সময়সীমা এর আগে তিন ধাপে বাড়িয়ে ছিল ১ ফেব্রুয়ারি করা হয়েছিল।

বিশেষ বিবেচনায় সময়সীমা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আজ শুক্রবার ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। 

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট টাকা ২৯ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। 

আর তা না করলে এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের সময় দেওয়া টাকাও ফেরত পাওয়া যাবে না।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।