চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

By স্টার অনলাইন রিপোর্ট
11 March 2024, 12:49 PM
UPDATED 11 March 2024, 19:00 PM

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে রোজা শুরু।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. এ হামিদ জমাদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

আজ রাতে প্রথম তারাবির নামাজ। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ থেকে রোজা শুরু হয়েছে।