দুবাইয়ের পথে এমভি আব্দুল্লাহ, পাহারা দিচ্ছে দুটি ফ্রিগেট

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
14 April 2024, 09:04 AM
UPDATED 14 May 2024, 11:30 AM

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর বিদেশি নৌবাহিনীর দুটি ফ্রিগেট বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে পাহারা দিচ্ছে।

আজ রোববার দুপুরে জাহাজের একজন ক্রু তার পরিবারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এমভি আব্দুল্লাহহ জাহাজটি এখন দুবাইয়ের পথে।

এদিন একটি ফ্রিগেট থেকে নৌবাহিনীর কর্মকর্তারা এমভি আব্দুল্লাহ জাহাজে আসেন এবং আশ্বস্ত করেন, তারা এখন সুরক্ষিত। ছবিটি তোলা হয়।

আজই সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এতে থাকা ২৩ বাংলাদেশি নাবিক।