সারাদেশে বিকেল ৩টায় মোবাইলে ফোর জি সেবা চালু: পলক

By স্টার অনলাইন রিপোর্ট
28 July 2024, 05:29 AM
UPDATED 28 July 2024, 11:43 AM

সারাদেশে আজ বিকেল ৩টায় মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আজ রোববার সকাল ১১টায় বিটিআরসির ভবনে এক প্রেস বিফ্রিংয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, 'সারাদেশে আজ বিকেল ৩টায় সারাদেশে মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা চালু করতে পারব ইনশাল্লাহ।'

তিনি জানান, ফোরজি ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব গ্রাহককে ৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৭ এপ্রিল রাত থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।