সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট, তবে বন্ধ থাকবে সিটি করপোরেশন এলাকায়

By স্টার অনলাইন রিপোর্ট
31 July 2024, 11:32 AM
UPDATED 1 August 2024, 11:40 AM

আগামী ৪ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এদিন সারা দেশে স্কুল খুলছে না। এ দিন ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খুলবে।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো অনুমোদিত সময়সূচি অনুযায়ী খোলা হবে।

সেই সঙ্গে, প্রয়োজন হলে কারফিউ এর সময়সীমা বিবেচনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের সমসূচির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।

গত ১৭ জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীরদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছিল সরকার। এর পরই দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।