প্রত্যয় স্কিমে থাকছেন না বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2024, 07:14 AM
UPDATED 3 August 2024, 13:33 PM

পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ তারা এই স্কিমের আওতায় থাকছেন না।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, প্রত্যাহার সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, এই বিষয়ে এখনো এসআরও জারি করা হয়নি। জারি করার পর এটা নিয়ে বিস্তারিত জানা যাবে।