মহাখালী ও মিরপুর ডিওএইচএসে মিছিল-বিক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট
3 August 2024, 12:20 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে সাড়া দিয়ে মহাখালী ও মিরপুর ডিওএইচএসের ভেতরে বিক্ষোভ হয়েছে।

মহাখালী ডিওএইচএসে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আজ শনিবার বিকেল ৫টার পর ডিওএইচএসের মধ্যে বিক্ষোভে অংশ নেন সেখানে বসবাসরত কয়েকশ মানুষ।

এসময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। কর্মসূচিতে বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন বলেও জানা গেছে।

এদিকে মিরপুর ডিওএইচএসের ভেতরেও বিক্ষোভ চলছে।

সূত্র জানায়, কয়েকশ বিক্ষোভকারী অংশ নিয়েছেন।

বিকেলে শুরু হয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) বিক্ষোভ চলছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পল্লবী থানার ওসি অপূর্ব হাসান।