এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল

By স্টার অনলাইন রিপোর্ট
20 August 2024, 11:11 AM
UPDATED 21 August 2024, 22:35 PM

এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। পরীক্ষার ফলাফল কীভাবে হবে, তা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।