ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি এহসানুল হক সমাজী

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এহসানুল হক সমাজী আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন।

এর আগেও, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি।